"আসিফ মহিউদ্দীন" শুধু নাস্তিকই না ! একজন মুঁখোশধারীও বটে.....?

লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ২৫ এপ্রিল, ২০১৪, ০৭:৪৭:৫৪ সন্ধ্যা

শাহবাগীর ছাঁগলদের মধ্যে ২য় রাঁম ছাঁগল আসিফ মহিউদ্দিন কতিপয় কি হাঁবি-জাঁবি ব্লগে লিখিয়া শিখিয়া ফারাবির সমালচনা করিয়া একজন খাঁটি দেশ প্রেমিক হইয়া...মিডিয়াকে হইয়া উঠিলো শ্রেরা..,.......?

শুধু দেশ নয় পশ্চিমা ইউরোপ সহ বিশ্বের সকল দেশে হয়ে উঠেছে একজন বাংলার শ্রেষ্ট ব্লগার।

একজন ভাল মানবধীকার কর্মি/কর্মকর্তা।

আগে চিনতাম না ঐ নাস্তিক কে।শাহবাগ ও থাবা বাবার হত্যার সমালচনাতেই চিনেছি।

তখন দেখি ইসলাম হিন্দুদের গুণাগুন মোটা মুটি ভালই করেছে,আর আ'লীগের সহায়তায় হয়ে উঠেছে একজন ভাল ব্যক্তি ।

যাই হোক,আসল কথায় আসি..,..

একবার তিনি ডয়চেবেলের সাহায্যে ইউরোপে গিয়েছিলেন নাকি জার্মানিতে গিয়েছিলেন মনে নাই । সেখানে তিনি ফেইসবুকে একটা স্টাটাস প্রসব করিলেন যে__বাংলাদেশের গার্মেন্স শ্রমিক রা কষ্ট করে যে টাকা পায়।সেখানকার লোকেরা এদের সম্মান প্রদর্শন করে তাদেরকে বকশিস হিসেবে সে টাকাটুকু দিয়ে দেয়,কিন্তূ গার্মেন্স শ্রমিকরা তাহা পায় না।

যাইক,তার কথা সারা বিশ্ব পড়তেছে তার মমতাময়ি কথা গুলো হয়তো দেশের মানুষ ও দেশের বাহিরের মানুষ পড়ে তার প্রতি একটু সহানুভূতি অরোপ করিয়াছে।

আমি গার্মেন্স এ চাকুরি করি,তাই আমি তাকে একটা বিষয়ে প্রভোস করে এস এম এস করি যে__অপনার যদি এত দয়াই থাকে তাহলে গার্মেন্স এর আমার একটা পেজ আছে..যেখানে কিছু পিকচার আছে যাহা এই বাংলার মানুষ ও বিশ্বের মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে যে__আমরা কোন পোষাক পরিধান করি ! কার হাতের তৈরী করা পোষাক আমরা গায়ে দেই !

তখন আসিফ মহিউদ্দিন উত্তরটা এভাবেই দেয়....হুবহু কপিঃ

আসিফ মহিউদ্দীন

গার্মেন্টস শ্রমিকদের পেইজ লাগবে কেন?

কী অদ্ভুত!

এপ্রিল 1 · ওয়েব থেকে প্রেরিত

Shaidur Rahman Siddik

আসলে তাদের দুঃখ গুলি পেজের

মাধ্যমে দেশ-বিদেশ ফুটে উঠবে॥

এপ্রিল 1

সাথে সাথে আমি ব্লোক।

আপনারাই বলেন কালো মুঁখশধারীরা কি করতেছে.,...

বিঃদ্রঃ তার ঐ স্টাটাসের লিংকটা দিতে চেয়েছিলাম'কিন্তূ সেটা সে ডিলিট করেছিলো।

সাইদুর

বিষয়: বিবিধ

১০৭৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

213179
২৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:১১
এলিট লিখেছেন : আপনারা সমালোচনা করে ওদের প্রচার করছেন। বাংলাদেশের ১০০% লোক আসিফের নাম জানে না। আপনার মাধ্যমে কিন্তু আজকে নতুন কয়েকজন তার নাম জানতে পারল। আপনারাই তকে হিরো বানাচ্ছেন।
213183
২৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৯
shaidur rahman siddik লিখেছেন : আসলো যদি লোকেরা তাকে হিরো বলে গন্য করে তবে হিরোই তবে নাস্তিকের হিরো॥
213214
২৫ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩২
নীল জোছনা লিখেছেন : ‌ওরে তো জেলখানা থেকে ছেড়ে দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে।
213237
২৫ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫৩
হতভাগা লিখেছেন : আসিফের সমালোচনা করে ব্লগে একজন কেউকেটা হবার চেষ্টা খুবই পুরনো স্টাইল ।
213249
২৫ এপ্রিল ২০১৪ রাত ১০:২৫
দ্য স্লেভ লিখেছেন : ওই ছ্যামড়ার কোনো বেইল আছে...?
213255
২৫ এপ্রিল ২০১৪ রাত ১০:৪৬
shaidur rahman siddik লিখেছেন : হতভাগা@ ব্লগে কেইকেটা হবার চেষ্টাও করি না । তবে অন্যায়ের বিরুদ্ধে লিখে যাব॥ধন্যবাদ
213261
২৫ এপ্রিল ২০১৪ রাত ১০:৫২
shaidur rahman siddik লিখেছেন : দ্য স্লেভ@ আপনার কাছে বেইল না থাকতে পারে কিন্তু কাঁলো মুঁখোশধারিদের ও হলুদ সাংবাদিক দের চোঁখে সে মহান।
213262
২৫ এপ্রিল ২০১৪ রাত ১০:৫৪
shaidur rahman siddik লিখেছেন : নীল জোছনা@ আর এটাই হাসিনার বাংলার নিয়ম।
213348
২৬ এপ্রিল ২০১৪ সকাল ০৮:২১
আল সাঈদ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১০
213686
২৬ এপ্রিল ২০১৪ রাত ১১:১৩
shaidur rahman siddik লিখেছেন : আপনা কেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File